For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওবিসিদের জন্য সংরক্ষণে বিশেষ ছাড় কেন্দ্রের, ঘোষণা অরুণ জেটলির

ওবিসিদের জন্য এদিন সংরক্ষণে নতুন উদ্যোগ নিল কেন্দ্র। ওবিসি পরিবারের ক্রিমি লেয়ারের করছাড়ের ঊর্ধ্বসীমা আগে ৬ লক্ষ টাকা ছিল। এখন তা বাড়িয়ে ৮ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্র সরকার ওবিসিদের জন্য এদিন সংরক্ষণে নতুন উদ্যোগ নিল। ওবিসি 'ক্রিমি লেয়ার'-এর পরিবারের করছাড়ের ঊর্ধ্বসীমা আগে ৬ লক্ষ টাকা ছিল। এখন তা বাড়িয়ে ৮ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ফলে আরও বেশি করে মানুষ সংরক্ষণের আওতায় আসবেন। পাশাপাশি সরকার খুব তাড়াতাড়ি ওবিসিদের 'সাব কেটাগোরাইজেশন' খতিয়ে দেখতে খুব শীঘ্রই কমিশন তৈরি করবে বলে জানিয়ে দিয়েছে।

ওবিসিদের জন্য আয়করে বিশেষ ছাড় কেন্দ্রের, ঘোষণা অরুণ জেটলির

তৈরির ১২ সপ্তাহের মধ্যে কমিশন কেন্দ্রকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। গত জুলাইয়ে পিছিয়ে পড়া শ্রেণির জন্য তৈরি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কেন্দ্রকে রিপোর্টে বলেছিল ওবিসিদের তিনটি সাব কেটাগরিতে ভাগ করার জন্য। সেটা মাথায় রেখেই কমিটি তৈরি করা হবে।

এতে তিনটি ভাগ করার কথা হয়েছে। এ, বি ও সি। সিতে থাকবে পিছিয়ে পড়া শ্রেণি। বি-তে থাকবে তার থেকে খারাপ অবস্থা যারা রয়েছে। এবং তৃতীয় স্তরে থাকবে একেবারে তলানিতে থাকা শ্রেণি। এমনটাই কেন্দ্রকে সুপারিশ করেছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস।

English summary
‘Creamy layer’ income cap for OBCs raised to Rs 8L, says Arun Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X