For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Demonetisation এর জের শেষ, এবার নগদে লেনদেনে লেভি বসাবে ব্যাঙ্ক

নোট বাতিলের রেশ কাটতে না কাটতেই নগদে লেনদেনকে আরও কমাতে তৎপরতা শুরু হল। ১ মার্চ থেকে একটি নির্দিষ্ট সময়ের পরে নগদে লেনদেনের উপরে লেভি বসাবে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : নোট বাতিলের রেশ কাটতে না কাটতেই নগদে লেনদেনকে আরও কমাতে তৎপরতা শুরু হল। ১ মার্চ থেকে একটি নির্দিষ্ট সময়ের পরে নগদে লেনদেনের উপরে লেভি বসাবে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি।[পাঞ্জাবে ১ টাকায় বিকোচ্ছে ২ হাজার টাকার নোট!]

এইচডিএফসি ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলে দেওয়া হয়েছে, নগদে লেনদেনের উপরে লেভি বসানো হবে। নগদ জমা হোক অথবা তোলা, সবমিলিয়ে মাত্র চারবার তা বিনামূল্যে করা যাবে।[১ হাজারের নোট নিয়ে নতুন ঘোষণা কেন্দ্রীয় অর্থ সচিবের]

Demonetisation এর জের শেষ, এবার নগদে লেনদেনে লেভি বসাবে ব্যাঙ্ক

এরপরে কেমন মূল্যের নগদ তোলা হচ্ছে তার উপরে নির্ভর করে প্রতি ১ হাজার টাকার লেনদেনে ৫ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত লেভি বসানো হবে। ফলে আপনি যদি এইচডিএফসি গ্রাহক হন তাহলে প্রতি মাসে প্রতি অ্যাকাউন্টে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা-তোলা বিনামূল্যে করতে পারবেন।[পাক মদতে ভারত-বাংলাদেশ সীমান্তে জাল নোটের রমরমা: খালি চোখে চেনা দায় ২ হাজারের জাল নোট]

নিজের ব্যাঙ্কের শাখা না হলে সেই ঊর্ধ্বসীমা করে ২৫ হাজার টাকা প্রতিদিন হয়ে যাবে। তার পরে নগদ জমা-তোলা করলে লেভি আদায় করা হবে। এইচডিএফসি-র মতো আইসিআইসিআই ব্যাঙ্কও পঞ্চমবারের লেনদেন থেকে চার্জ কাটার পরিকল্পনা করেছে। তবে লেভির ঊর্ধ্বসীমা কত হবে তা জানায়নি। অন্যান্য ব্যাঙ্কগুলিও খুব শীঘ্রই এই পথ অনুসরণ করতে চলেছে বলে জানা গিয়েছে।[#Demonetisation : কম অঙ্কের টাকা জমা দেওয়া ব্যক্তিদের নাম আয়করের কোপে!]

English summary
The end of demonetisation era is just round the corner. Come March 1, leading banks will be levying charges on cash transactions above a certain limit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X